* নিউজ ডেস্কঃ পর্যটকদের কাছে জনপ্রিয় দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এবার এক কড়া বার্তা দিল ইসরায়েলকে। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এরপরই প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তাৎক্ষণিকভাবে বিলটিতে স্বাক্ষর করে নিষেধাজ্ঞাটি কার্যকর করেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নির্মমতা ও গণহত্যার প্রতিক্রিয়ায় সরকারের দৃঢ় অবস্থান এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। মালদ্বীপ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।
মুইজ্জুর দপ্তরের একজন মুখপাত্র জানান, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বের বিলাসবহুল পর্যটন গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। ফেব্রুয়ারিতে মালদ্বীপে এককভাবে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করেছিলেন, যেখানে একই সময়ে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার।
মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ২০১০ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করে। তবে গাজা যুদ্ধ ঘিরে দেশটির সরকার ও বিরোধী দলের পক্ষ থেকেই ইসরায়েলিদের নিষিদ্ধ করার দাবিতে চাপ তৈরি হয়।
ইসরায়েল গত বছর তার নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক থাকতে বলেছিল।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে, গত মার্চের মাঝামাঝি যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।