• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলের অস্ত্রসমর্পণের শর্তে হামাসের আপত্তি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজায় চলমান সংঘাতের মধ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল, যেখানে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে এই দাবি ‘শোনার যোগ্যও নয়’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক সংগঠন হামাস।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব কেবল অগ্রহণযোগ্য নয়, বরং এ ধরনের দাবি শোনারও মানে হয় না।’

তিনি আরও জানান, যুদ্ধবিরতির প্রস্তাবটি বর্তমানে হামাসের নেতৃত্ব পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। তারা খুব শিগগিরই আনুষ্ঠানিক জবাব দেবে।

এদিকে সোমবার (১৪ এপ্রিল) দিনের শুরু থেকে গাজার উত্তর ও দক্ষিণে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় অস্থায়ী ত্রাণশিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যমতে, চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার ২৭৪ জন আহত হয়েছেন।

অপরদিকে, গাজায় পরিচালিত সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েক হাজার মানুষকে নিখোঁজ বলে গণ্য করে মোট মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ