★ নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারকে মানুষ ৫ বছর চায়, এ বিষয়ে তিনি কিছু বলেননি, জনগণ বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। চট্টগ্রামে ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা যেনো আর না ঘটে সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য তার। জানান, মডেল মেঘনা আলমকে কেন্দ্র করে নয়, রুটিন অনুযায়ী ডিবির প্রধানকে পরিবর্তন করা হয়েছে। রাঘব বোয়ালদের ছাড় দেওয়া হচ্ছে না বলে দাবি তার।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি খোদা বখস চৌধুরী বলেন, মেঘনা আলমকে গ্রেফতারে যে আইন তা কেবল একটি ক্ষেত্রে ব্যবহার হয়েছে এমন নয়। আবার এটি বেআইনিও নয়। প্রচলিত ব্যবস্থার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি তার। আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন প্রেক্ষিতে এ নিয়ে কথা বলেছেন তা জানা নেই। পুলিশ অভিযোগ নেয় না এই অনেক পুরনো বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি।