নিউজ ডেস্কঃ চলতি হজ মৌসুমকে কেন্দ্র করে হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। আগামী ২৩ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যা ২৯ এপ্রিল থেকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি হজ ভিসাধারী, মক্কার নিবাসী, বৈধ পারমিটধারী কর্মী এবং পবিত্র স্থান রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা মক্কায় প্রবেশ করতে পারবেন।
ওমরাহ পারমিট ইস্যু করার প্রক্রিয়া ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এই সময়কালে যেকোনো অননুমোদিত প্রবেশচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হজের সুশৃঙ্খল ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। চলতি বছর প্রায় ২০ লাখ মুসল্লি হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: এএফপি