• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

আল-আকসার ইমামের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি ইসরায়েলের

admin
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে জুমার নামাজে খুতবা দেওয়ায় আল-আকসা মসজিদের খতিব শাইখ মোহাম্মদ সলিমকে সাত দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আনাদোলু এসেন্সি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ শাইখ মোহাম্মদকে আল-আকসা মসজিদের একটি ফটক থেকে গ্রেপ্তার করে। পূর্ব জেরুজালেমের এক পুলিশ কেন্দ্রে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

গাজায় এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। জুমার খুতবায় তিনি গাজায় ইসরায়েলি এই আগ্রাসন ও যুদ্ধের কঠোর নিন্দা জানান।

আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক ইসলামিক ওয়াকফ বিভাগ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার মেয়াদ ইসরায়েলি কর্তৃপক্ষ চাইলে আরও বাড়াতে পারে।

এর আগেও ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের প্রবীণ ইমাম শাইখ ইকরিমা সাবরির প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। তিনি মসজিদের পক্ষে সোচ্চার অবস্থান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার নীতির সমালোচনার জন্য পরিচিত।

শুক্রবার গাজায় নিহত ২৬
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান গণহত্যামূলক যুদ্ধে শুক্রবার পর্যন্ত মোট ৫০ হাজার ৯১২ জন প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৯৮১ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে, যা জানুয়ারিতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দেয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ