• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। এই অধিদপ্তরের মূল কাজ হবে গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি সহায়তা প্রদান করা। স্নিগ্ধ উল্লেখ করেন যে এই অধিদপ্তর ইতোমধ্যেই তার কার্যক্রম শুরু করেছে।

জুলাই স্মৃতি ফাউন্ডেশন এরই মধ্যে শহীদ ও আহতদের সহায়তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। প্রতিষ্ঠানটি গত ১০ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে, যা গেজেটভুক্ত শহীদ পরিবারের ৮৭.১৩ শতাংশ। এছাড়া ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তিকে ৫৯ কোটি ৪১ লাখ টাকা সহায়তা করা হয়েছে, যা তালিকাভুক্ত মোট আহতের ৩৮.৩৯ শতাংশ। সামগ্রিকভাবে ফাউন্ডেশন ৬ হাজার ৩৪১ জনকে মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে।

স্নিগ্ধ জানান, ফাউন্ডেশন বর্তমানে শহীদ পরিবার ও আহতদের তালিকা হালনাগাদ করার কাজ করছে, যাতে যারা এখনও কোনো সহায়তা পাননি তাদের দ্রুত চিহ্নিত করে সহায়তা প্রদান করা যায়। তিনি আশা প্রকাশ করেন যে নতুন গঠিত জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ফাউন্ডেশন আরও কার্যকরভাবে তাদের কাজ এগিয়ে নিতে পারবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে সারাদেশে সংঘটিত বিক্ষোভে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের স্মৃতি রক্ষা এবং তাদের পরিবারগুলোর কল্যাণে সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই অধিদপ্তর গঠনের মাধ্যমে সরকার শহীদ পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ