★ নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে দক্ষিণ আফিকার ইসোয়াতিনি শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান গিয়াস উদ্দিন।
নিহতের ভাই দাউদ মিয়া জানান, গিয়াস উদ্দিন মিয়া ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করতেন ও শপিং সেন্টারের ব্যবসা করতেন। ঘটনার আগে দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন তিনি। এসময় প্রাইভেটকারটির সঙ্গে একটি মালবাহী লরির সঙ্গে লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান গিয়াস উদ্দিন মিয়া। এসময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়।