★ নিউজ ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের হয়ে আবারও সেই পরিচিত দৃশ্য—হেলমেট খুলে ধোনির শান্ত হাঁটাচলা, টসের সময় ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গি- এসবই দেখা যাবে এখন পুরো আইপিএলজুড়ে। কিন্তু প্রশ্ন একটাই—হঠাৎ কীভাবে আবার অধিনায়ক হলেন ধোনি?
শুক্রবার (১১ এপ্রিল) রাতে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের আগে দলের দুর্বলতা নিয়ে স্পষ্টভাষায় কথা বলেন তিনি। জানান, আমরা খুব বেশি ম্যাচ হেরে ফেলেছি। কিছু সাধারণ বিষয়—ক্যাচ নেওয়া, ডট বল করা—ঠিক করতে হবে। এক ওভারে ২০ রান খাওয়া বা ছোট ছোট ভুল আমাদের ম্যাচ থেকে সরিয়ে দিচ্ছে।
ধোনি আরও বলেন, ক্রিকেটারদের নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখতে হবে। শুরুতে বাউন্ডারি মারতে হবে, পরে বোলারদের দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাটাররা এখন একটু ধৈর্য ধরে খেলছে, সেটাও ইতিবাচক।
কেকেআরের বিপক্ষে টস হারলেও ধোনি আগেই ঠিক করেছিলেন ব্যাটিং নেবেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই মাঠে পরে ব্যাটিং করা কঠিন। পিচ মন্থর হয়ে যায়। রান তাড়া করতে গেলে মিডল অর্ডার চাপে পড়ে।
মূলত ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে পড়েছেন। তার কনুইয়ে চিড় ধরা পড়ায় আপাতত খেলার বাইরে তিনি। ফলে চেন্নাইয়ের নেতৃত্বের ভার আবারও কাঁধে তুলে নিতে হয়েছে ধোনিকে। ধোনির ভাষায়, ঋতুরাজকে হারানো বড় ধাক্কা। ও ধৈর্য ধরে খেলে, ওর মধ্যে ব্যাটিংয়ের ভারসাম্য আছে।