★ নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ আয়োজন করা হয়েছে। এর উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। এতে, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও আশপাশের এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় মূল কর্মসূচি শুরুর কথা থাকলেও আগে থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়েছে সর্বস্তরের মানুষ।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। এই পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দীতে প্রবেশের নির্দেশনা দিয়েছে।বাংলামোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে, বকশিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। তারা এই কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে।
আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকা ও প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই গণজমায়েত কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।