• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

সিআইডি সদস্যকে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

admin
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কনস্টেবল। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত এবং যাত্রাবাড়ীর রইসনগর এলাকায় বসবাস করেন।

সোমবার (২০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে।

ভোর সাড়ে ৫টার দিকে রাসেল মিয়া মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ৩–৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার হাতে ছুরিকাঘাত করে এবং মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় রাসেল মিয়াকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাসেল মিয়াকে নিয়ে হাসপাতালে আসা নুরুল ইসলাম জানান, ঘটনার সময় রাসেল একা ছিলেন এবং হামলাকারীরা মোটরসাইকেলের পথরোধ করে তাকে আক্রমণ করে। ঘটনার পর আমরা এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যকে সকালেই হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলাকারীরা এখনো চিহ্নিত হয়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ