• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

admin
আপডেটঃ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ। ডিএনএ পরীক্ষার পর পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যায় ফায়ার সার্ভিস। জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনটি অ্যাম্বুলেন্সযোগে ১৬টি মরদেহ হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৯ জন পুরুষ। আর বাকি ৭ জন নারী। তাদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে।

রিপোর্ট অনুযায়ী পর্যায়ক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ করে তিনি আরো জানান, আপাতত মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বুধবার মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জন নিহত এবং আহত হয়েছেন তিনজন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ