নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কে এম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সেখানে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা পাবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ জুলাই তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হন এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। এর আগে তিনি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) ছিলেন।