এরই মধ্যে এ কর্মসূচিতে যোগ দিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। বর্তমানে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনার আশপাশ। তবে কর্মসূচিতে অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়, ‘শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।
বারিধারা মাদ্রাসা থেকে মিছিলের সঙ্গে এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের মেরেছে আওয়ামী লীগ। জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে। তাই আমরা তাদের অস্তিত্ব দেখতে চাই না।’
এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে ঘোষণা দেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।