• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

আশুলিয়ায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

admin
আপডেটঃ : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ আশুলিয়ায় আওয়ামী লীগের ব্যানার নিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চিলগাছি গ্রামের মো. ইয়েছি নারীর ছেলে ছেলে ইব্রাহিম (১৮), একই জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের সেলিম খানের ছেলে মো. নাজমুল খান(১৮), আশুলিয়া ভাদাইল পূর্ব পাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), প্রবলেমটাকে এলাকার মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), পবনারটেক উত্তপাড়া এলাকার মো. মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)। তারা সবাই ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থাকত।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানার নিয়ে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরদিন রোববার এই মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুইজন সামনে মোবাইল ফোনে ভিডিও করছেন, ব্যানার ধরে স্লোগান দিচ্ছেন ৪ জন, পেছনে ছিলেন আরও ৪ জন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কিছু ব্যক্তি এই মিছিল করেছিল। ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশের প্রিজন ভ্যানে করে আজ দুপুরেই তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ