• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

পটুয়াখালীতে সদ্য চালু পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন

admin
আপডেটঃ : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়।

আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, সাড়ে তিনঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। আগুনের সূত্রপাত উদঘাটনে তাদের তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ