• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ গাজীপুরের বোর্ড বাজারে বাটা শোরুমসহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার দিবাগত রাতে গাছা থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দক্ষিণের এডিসি হাফিজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান (অনিক) (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।

পুলিশ কর্মকর্তা বলেন, গাজীপুরের বোর্ড বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরাইলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। মিছিলের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বাটা শোরুম, তৃপ্তি হোটেল, রাধুনী হোটেলে হামলা ও ভাঙচুর করে।

এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে গাছা থানায় বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান করে ৪ জন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের হয়েছে জানান মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দক্ষিণের এডিসি হাফিজুল ইসলাম।

এ ঘটনার উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের সনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ