• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

লিঁওর নিষেধাজ্ঞার জন্য প্লেঅফের বিষয়টি বিবেচনা করছে ফিফা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ফিফার আপিল কমিটি দ্বারা ক্লাব লিঁওর নিষেধাজ্ঞার জন্য এ বছরের ক্লাব বিশ্বকাপের শেষ স্থানটি পূরনের জন্য লস এ্যাঞ্জেলস এফসি ও মেক্সিকান ক্লাব আমেরিকার মধ্যে প্লেঅফের বিষয়টি বিবেচনা করছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।

ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে লিঁওর নিষেধাজ্ঞার কারণে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের জন্য মেজর লিগ সকারের এলএএফসি ও ক্লাব আমেরিকার মধ্যে একটি এক ম্যাচের প্লে-অফ আয়োজন করা হতে পারে।

এ বছর ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। কিন্তু মাল্টি-ক্লাব ওনারশিপের আইন ভঙ্গ করায় লিঁওকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

২০২৩ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে লিঁও চ্যাম্পিয়ন ও এলএএফসি রানার্স-আপ হয়েছিল। এ কারনেই মেক্সিকান জায়ান্ট ক্লাব আমেরিকার বিপক্ষে এলএএফসিকে নিয়ে প্লে-অফ খেলাতে চাচ্ছে ফিফা। কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে এই ম্যাচের বিজয়ী চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

লিঁওর পরিবর্তে সুযোগ পাওয়া ক্লাবটি ডি গ্রুপে প্রিমিয়ার লিগের চেলসি, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ও তিউনিশিয়ার ইএস তুনিসের মোকাবেলা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ