• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

অরক্ষিত ড্রেন-সুয়ারেজের তালিকা ৩ মাসের মধ্যে দিতে নির্দেশ হাইকোর্টের

admin
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে সামনে খোলা ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জোতির মর্মান্তিক মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ আজ এ রুল জারি করেন। রুলে বলা হয়, মৃত ফারিয়া তাসনিম জোতির পরিবার ও ৮ বছর বয়সী তার দুই যমজ সন্তানের ক্ষতিপূরণ হিসেবে কেন ১০ কোটি টাকা প্রদান করা হবে না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।

পাশাপাশি, বাংলাদেশে বর্তমানে কতগুলো অরক্ষিত ম্যানহোল, ড্রেন ও সুয়ারেজ লাইন রয়েছে—তা চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩ মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী কমপ্লায়েন্স শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫।

এ ঘটনায় জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হায়দার রবিউল হোসাইন রবি। রিটকারী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নাদিম মাহমুদ।

অ্যাডভোকেট নাদিম মাহমুদ বলেন, রিটকারী আইনজীবীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং অরক্ষিত ড্রেন ও ম্যানহোলগুলো দ্রুত সুরক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ