• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন আটক

admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ মোংলা সমুদ্র বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য।

গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার (২২ মার্চ) ভোরে সুন্দরবনের ভদ্রা ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. জনি (১৯), আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬), মো. মেজবাহ (১৯)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্ধা।

বাংলাদেশ কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র ও কিছু মাদক উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে চুরি ও ডাকাতি করে আসছিলো। ওই সব ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় জামিনে এসে আবারও নানা অপকর্ম করে যাচ্ছে তারা। আটককৃত ৫ ব্যক্তি সুমন বাহিনীর সদস্য বলে দাবি করে কোস্টগার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ