• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ন

চলন্ত ট্রেনেই মারা গেলেন যাত্রী

admin
আপডেটঃ : রবিবার, ১৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ চলন্ত ট্রেনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নূর হোসাইন (৪২) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে ফেনী স্টেশনে নামিয়ে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসাইন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাকসার গ্রামের বাসিন্দা ছিলেন।

ফেনী রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি কুমিল্লার গুণবতী এলাকায় পৌঁছালে নূর হোসাইন বুকে ব্যথা অনুভব করেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখানেই স্ট্রোক করেন। পরে তার সহযাত্রীরা বিষয়টি জানালে ফেনী রেলওয়ে পুলিশ ট্রেনটির জন্য ফেনী স্টেশনে প্রস্তুতি নেয়। রাত সাড়ে আটটার দিকে ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছালে তাকে অচেতন অবস্থায় নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নূর হোসাইনের বাবা অহিদুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে নূর হোসাইন চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যায় ট্রেনে ওঠে। পরে এক সহযাত্রী ফোন করে জানায়, ওর শারীরিক অবস্থা ভালো না। তখনই আমরা ফেনীর দিকে রওনা হই। কিন্তু মাঝপথে খবর আসে, আমার ছেলে আর নেই।

ফেনী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ