• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি করতে গিয়ে আটক ৫

admin
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি করার সময় জনতার সহায়তায় ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকৃত ডাকাতরা হচ্ছে মোঃ রুবেল (৫০), আরিফ (৩৫), শরিফুল ইসলাম (৪২), উৎপল দেবনাথ (৩৮) ও দুলু মিয়া (৩৯)। বুধবার (৭ মে) দুপুরে কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম কেরানীগঞ্জ মডেল থানায় কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গতকাল সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের কাছাকাছি রাস্তায় আসলে র‍্যাব পরিচয়ে উক্ত ডাকাত দল বাসটি থামিয়ে ফেলে। এ সময় ডাকাতরা বাসের ভিতর প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সুমন সরকার নামে এক যাত্রীকে মারধর করে বাস থেকে নামাতে থাকে। এতে সুমন সরকারের সাথে থাকা অন্তর পাল ওরফে প্রার্থ নামে ওর এক যাত্রী তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এই ডাকাতির খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডালুর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে ডাকাতের গাড়ির চালক মোঃ আবুল কালাম পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হাইস মাইক্রোবাস, দুইটি ওয়াকিটকি, দুইটি র‍্যাবের জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি লেজার লাইট, পাঁচটি চাকু, একটি ইলেকট্রিক শকমেশিন ও একটি লোহার বাটন লাঠি উদ্ধার করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ