• সোমবার, ০৫ মে ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

দুমকীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : রবিবার, ৪ মে, ২০২৫

  • পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী চরগরবদি আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা।

বোরবার(৪ মে) দুপুর ১২টায় বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন। তিনি বলেন,
“তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নৈতিক বিকাশে স্কুল পর্যায়েই সচেতনতা গড়ে তোলা জরুরি।”

সভায় মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সাইবার অপরাধ—বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, গুজব ছড়ানো, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম হাওলাদার বলেন,
“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও প্রযুক্তি ব্যবহারে সচেতন করাও আমাদের দায়িত্ব।”

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনার মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে অপরাধবিরোধী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত সকলে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ