• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

রাজধানীতে সাংবাদিক অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

admin
আপডেটঃ : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ একটি সংবাদ মাধ্যমের এক রিপোর্টারকে অপহরণের সময় তাকে উদ্ধার করে অপহরণ দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইএস মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে পড়ে যায়।

ঐ রিপোর্টারের চিৎকার শুনে পুলিশ ও জনগণ গিয়ে তাকে উদ্ধার করে। এসময় ফয়সাল সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য তাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ