সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মিথ্যা মামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, ‘আপনাদের সকলকে নিশ্চিত করতে পারি, শুরু থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমি নিজে এই নির্দেশ দিয়েছি যে, নিরীহ লোককে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়।’
তিনি আরও জানান, শুধুমাত্র সেই ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার কার্যক্রম গ্রহণ করা হবে, যাদের বিরুদ্ধে তদন্তে যথাযথ অভিযোগ পাওয়া যাবে। এর জন্য পুলিশের পক্ষ থেকে ওয়ারেন্ট অব অ্যারেস্ট চাওয়া হবে।
মিথ্যা মামলার বিষয়ে আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মিথ্যা মামলার সংখ্যা বৃদ্ধি রোধ করতে পারছি না, কারণ আইনে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মামলা রুজু করতে হলে পুলিশকে অভিযোগ গ্রহণ করতে হয়। পরে তদন্তে সত্য-মিথ্যা যাচাই করা হয়।’
পুলিশ মহাপরিদর্শক জানান, ‘অনেকে অর্থ আদায় এবং হ্যারাসমেন্টের উদ্দেশ্যে মিথ্যা মামলায় আরও নাম যোগ করে থাকেন। গতকালও এমন একটি ঘটনা ঘটেছে।’
জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশ কর্মকর্তাদের গুলি চালানোর নির্দেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জানান, ‘তদন্ত শেষ হলেই মিথ্যা মামলার অভিযোগ দায়ের করা যাবে।’