• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

পটুয়াখালী ভার্সিটি তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

admin
আপডেটঃ : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

  • দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টিএসসি কনফারেন্স রুম এ “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব-নেতৃত্বাধীন প্ল্যাটফর্মগুলির মধ্যে সহযোগিতা” সম্পর্কিত শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইএসডিএম ক্লাব।

সোমবার (২১ এপ্রিল) দিনব্যাপী পবিপ্রবি’র টিএসসি অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করেন পবিপ্রবি ইএসডিএম ক্লাব ও বেসরকারি প্রতিষ্ঠান জাগোনারী। কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ, তথ্য ও জ্ঞানের বিনিময় এবং নেতৃত্ব বিকাশে সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো: মহসীন হুসাইন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব রব্বানি, এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ ও দূর্যোধন ব্যবস্থাপনা অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ সহ জাগোনারীর সিসিএএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এইচ এম মনিরুজ্জামান প্রিন্স, প্রোগ্রাম অফিসার লাইজু আক্তার, মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু, সেইফ দ্যা চিলড্রেনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্চিতা হালদার সহ প্রকল্পের আওতাধীন প্রতিনিধিরা।

জাগোনারী, সেভ দ্যা চিলড্রেন, রাইমস এবং জার্মান ফেডারেল ফরয়েইন অফিসের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী ওমর ফারুক ইমরান, ইশরাত জাহান ঐশি এবং ইশরাত জাহান সুমাইয়া জাগোনারী ফেলোশিপ প্রদান করা হয়েছে। কর্মশালায় আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ইএসডিএম ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন সহ ক্লাবের বিভিন্ন প্রতিনিধিদের সাথে পবিপ্রবি শিক্ষার্থীরা‌। কর্মশালার সঞ্চালনায় ছিলেন ইএসডিএম ক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারদিন হাসান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ