শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে টিনের কৌটায় রক্ষিত ওই সমস্ত গুলি উদ্ধার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। ওগুলো সরকারি গুলি।