• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নিয়ে নির্দেশনা দিলো ডিএমপি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, গাজীপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা লাখো মানুষের চোখে জল, ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত ‘মার্চ ফর গাজা’ সফল করতে সোহরাওয়ার্দীর পথে মানুষের ঢল বিএনপি চায় না জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক আগুনে পুড়লো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা বিকালে ‘মার্চ ফর গাজা’, স্থান সোহরাওয়ার্দী উদ্যান আল-আকসার ইমামের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি ইসরায়েলের

রিয়ালকে বড় ব‍্যবধানে হারাল আর্সেনাল

admin
আপডেটঃ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ডেকলান রাইসের জোড়া গোলে চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কার্লো আনচেলত্তির দল রিয়ালকে ৩-০ গোলের বড় ব‍্যবধানে হারিয়েছে আর্সেনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে ডেকলান রাইসের দুর্দান্ত দুই ফ্রি কিক গোলে এলোমেলো হয়ে যায় ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন। অতিরিক্ত সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

ম্যাচের প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নিয়েছিল আর্সেনাল। এর মধ্যে বিস্ময়করভাবে এর ১১টিই ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে রিয়াল ৯ শটের কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পারে।

খেলার প্রথম মিনিটেই আচমকা শটে গোলের চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে। ৩০ গজ দূর থেকে শট লক্ষ‍্যেই রাখেন তিনি। কিন্তু অনায়াসেই ফেরান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। পরে ষষ্ঠ মিনিটে বুকায়ো সাকার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনছিলেন আন্টোনিও রুডিগার। তার শট কামাভিঙ্গার গায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়!

পরের মিনিটে কর্নারে গোল হজম থেকে একটুর জন্য বেঁচে যায় রিয়াল। সাকার চমৎকার ইন সুইঙ্গারে টমাস পার্টির হেড গোললাইন থেকে ফেরে আর্সেনাল সতীর্থ উইলিয়াম সালিবার মাথায় লেগে! এর পর ত্রয়োদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে পার্টির গতিময় শট ঠিক মতো ধরতে পারেননি কোর্তোয়া। তবে রিয়াল গোলরক্ষকের ভাগ্য ভালো ছিল। তার সামনেই থাকা ডিফেন্ডার রাউল আসেন্সিওর পায়ে লেগে ফিরে আসে তারই কাছে। তবে ২১তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁকানো শট একটুর জন্য লক্ষ‍্যে রাখতে পারেননি ভিনিসিউস জুনিয়র।

দশ মিনিট পর দারুণ সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। জুড বেলিংহ্যামের রক্ষণ চেরা পাসে গোলরক্ষক রায়াকে একা পেয়েও অনেকটা তার বরাবর শট নিয়ে হতাশ করেন ফরাসি ফরোয়ার্ড। পরে ৩৭তম মিনিটে সাকার দারুণ ক্রসে পা ছোঁয়াতে পারেননি রাইস। হাতছাড়া হয় গোলের দারুণ সুযোগ।

এর সাত মিনিট পর দারুণ রিফ্লেক্সে ডাবল সেভে জাল অক্ষত রাখেন কোর্তোয়া। রাইসের হেড ঝাঁপিয়ে এক হাতে ঠেকিয়ে দেন মাদ্রিদ গোলরক্ষক, ফিরতি বলে গাব্রিয়েল মার্তিনেল্লির শট দাঁড়িয়ে ব্যর্থ করে দেন তিনি।

এ ছাড়া, প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধে গোলের জন্য পাঁচটি শট নেয় আর্সেনাল, এর চারটি ছিল লক্ষ‍্যে। অন্য দিকে ছয় শটের কেবল দুটি লক্ষ‍্যে রাখতে পারে রিয়াল। তবে, দ্বিতীয়ার্ধে রাইসের নৈপুণ‍্যে এগিয়ে যায় আর্সেনাল। ৫৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে কাছের পোস্ট ঘেঁষে জাল খুজে নেন ইংলিশ মিডফিল্ডার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি বেলজিয়ান গোলরক্ষক।

নয় মিনিট পর কোর্তোয়ার ডাবল সেভের মাঝে গোললাইন থেকে বল ফিরিয়ে ব‍্যবধান বাড়তে দেননি আলাবা। পরের মিনিটে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন বেলিংহ‍্যাম, ফের গোল হজম থেকে বেঁচে যায় রিয়াল! তবে প্রবলভাবে চেপে ধরা আর্সেনাল ৭০তম মিনিটে ঠিকই ব‍্যবধান বাড়ায়। আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন রাইস! পোস্ট ঘেঁষে যাওয়া তীব্র গতির শট ফেরানোর কোনো সুযোগই ছিল না কোর্তোয়ার।

এই ম্যাচে বিপজ্জনক জায়গায় আর্সেনাল দুটি ফ্রি কিক-ই পায় সাকাকে ফাউল করায়। প্রথমবার তাকে ফাউল করেন আলাবা, পরেরবার কামাভিঙ্গা। পাঁচ মিনিট পর রিয়ালকে একরকম স্তব্ধ করে দেন মেরিনো। ডি বক্সের মাথায় মাইলস লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার।

এর পরের সময়গুলোতে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারে কোনো দলই। যোগ করা সময়ের শেষ দিকে হতাশা প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। যদিও প্রথম হলুদ কার্ডের জন‍্য আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে খেলতে পারতেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ