নিউজ ডেস্কঃ ট্রাম্পের পাঠানো পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) তেহরানে এক ভাষণে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়।
এর আগে গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন তিনি। ওই চিঠিতে তেহরানের দ্রুত পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার জন্য তিনি ইরানকে আহ্বান জানান।
অবশ্য পরদিন তেহরান জানায় পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো চিঠি পায়নি দেশটি। এছাড়াও আলোচনার বিষয়টিকে ইরানে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল বলে সন্দেহ করছেন নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।