★ এইচ.এম রেজাঃ আজ দেশের মুসলমানদের বড়ো উৎসব রমজানের শেষে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হলো।
জাতীয় ঈদগাহ মাঠে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায় করেন, কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার মানুষ। কিছু মানুষ হাত মিলিয়েছে প্রধান উপদেষ্টা সাথে। আজ চার পাঁচ দিন পর্যন্ত মানুষ ভালো ভাবে যাতায়াত করছে গাড়ি, লঞ্চ ও ট্রেনে। স্টেশনে তেমন কোন ভির ছিল না। গাড়ি ও লঞ্চের মালিক এবং যাত্রিরা বলেছেন ভিন্ন কথা।
এবারের ঈদে আমেজ আছে, উৎসব ও আছে,নাই আগের ঈদ গুলোর মতো উপচে পড়া মানুষের ভিড় ধাক্কা ধাক্কি করে গাড়িতে উঠা, তখন ছিলনা ভয়ভীতি প্রদর্শন। ঈদের আনন্দ ভাগাভাগি করে বাড়ি ঘরে যেত আসতো। কিন্তু এবারের ঈদে
৫ আগস্টের পর দেশের একটি বড়ো অংশের মানুষ দেশের বিভিন্ন স্থানে ঈদের আনন্দের বাহিরে অবস্থান করছেন। এছাড়া দেশের বড়ো একটা গুষ্টি গার্মেন্টসে চাকরি করেন, শতশত গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ ঈদের আনন্দ দুরের কথা কষ্টে দিন পার করছেন। ধারদেনা করে মানুষ বাড়ি ঘরে যাওয়ার পথে ছিনতাই করে টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। যে কারণে গাড়ি, লঞ্চ ও ট্রেনে তেমন কোন ভির চোখে পড়ে নাই।
বিভিন্ন সোসাল মিডিয়ায় প্রকাশিত সংবাদে দেখতে পারলাম দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ডাকাতি ও গোলাগুলির মধ্যে নীরিহ মানুষ মারা যাচ্ছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, ঈদের আনন্দ দেশের সকল মানুষ উপভোগ করুন প্রত্য ব্যক্ত করছি।