• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

হামিম গ্রুপের জিএম খুন, ৪ আসামি গ্রেপ্তার

admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ হামিম গ্রুপের জিএমকে অপহরণপূর্বক হত্যায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদেরকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ১১টায় র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর আহনাফ রাসিফ বিন হালিম বলেন, গত ২৩ মার্চ বিকেল সাড়ে ৩টার পর অফিস থেকে বের হয়ে হামিম গ্রুপের জিএম মো. আহসানুল্লাহ নিখোঁজ হন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার র‍্যাবের কাছে একটি অভিযোগ করেন।

অভিযোগে জানানো হয়, মো. আহসানুল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকে তার ড্রাইভার সাইফুল সন্দেহজনক কথাবার্তা বলেন। ভুক্তভোগী পরিবার তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করার জন্য প্রস্তুতি নেয়। তবে ড্রাইভার সাইফুল ওয়াশরুমে যাওয়ার নাম করে পালিয়ে যান। ওই দিন তিনি ঢাকা থেকে নিজ বাড়ি গাইবান্ধায় চলে যান।

পরে ২৫ মার্চ দুপুর ১২টার সময় জিএম আহসান উল্লাহর মরদেহ উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে উদ্ধার করা হয়। মরদেহ শনাক্ত করার সঙ্গে সঙ্গে র‍্যাব-১ এবং র‍্যাব-১৩ অপহরণ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালায়।

একইসঙ্গে ডিএমপি ঢাকার উত্তরা জোন মরদেহের সুরতহাল এবং আসামিদের বিভিন্ন আলামত সন্ধান করার প্রক্রিয়া শুরু করে। মরদেহ শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব-১ এবং র‍্যাব-১৩ একটি দল আসামি সাইফুলকে গাইবান্ধা থেকে এবং অজ্ঞাতনামা আসামি নূর নবীকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ