• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উনারা (লিডার) আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা সার্ভিস প্রোডিউস করেন, তারা কখনও সার্ভিসের কনজ্যুমার না।

তিনি আরও বলেন, সমাজে কিছু আছে সুদখোর, ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনও স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।

অনুষ্ঠানে দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গেও কথা বলেন হাসনাত।

তিনি বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছেন যারা কখনও দেবিদ্বারে থাকেননি, যারা এখানকার অলিগলি চেনেন না, দেবিদ্বারে বাজার করে কখনও খাননি, এমনকি দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানেও তারা পড়াশোনা করেননি। দেবিদ্বারের কী সমস্যা, এটাই তারা জানেন না।

আক্ষেপ করে এনসিপির এ নেতা আরও বলেন, দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি।

এ সময় পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ