• বুধবার, ২১ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

‘আ.লীগের সহযোগী’ ৪৪ সচিবের নাম প্রকাশ করল জুলাই ঐক্য

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও ‘তাদের সহযোগী বা দোসর হয়ে কাজ করছেন’— এমন অভিযোগ তুলে ৪৪ জন সচিব-কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এসব সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে ৯৫ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

Walton

এ সময় জুলাই ঐক্য নেতারা বলেন, এই তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে তুলে দেওয়া হবে। তারা কী ব্যবস্থা নেয়, তা দেখে আন্দোলনন কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা বলেন, আমরা দেখেছি স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে। কিন্তু স্বৈরাচারের দোসরা বিদ্যমান সবর্ত্র। সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছেন। আবার ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া বহু নেতারাও পালিয়ে গেছেন। আর তাদেরকে এসব কর্মকর্তারাই পালাতে সহযোগিতা করেছেন।

তালিকায় প্রকাশিত সচিব ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, পানি সচিব নাজমুল হাসান, পরিবেশ সচিব ফারহানা আহমেদ, কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ইব্রাহিমসহ ৪৪ জন। যাদের সবাই কর্মরত।

এ ছাড়া সংবাদ সম্মেলনে উজ্জ্বল কুমার হালদার, অমিত কুমার সাহা, শামসুজ্জামান কনক, জিসান ও আফরিন জাহানসহ ৯৫ জন ম্যাজিস্ট্রেটের একটি তালিকা প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার ওপরে গুলি চালানোর অভিযোগ রয়েছে।

তালিকা প্রকাশ করে আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ফ্যাসিবাদে সিস্টেম দাঁড় করাতে সব ক্ষেত্রের কর্মকর্তাদের দরকার হয়। তাদের তালিকা আমরা প্রকাশ করেছি। আমরা ঝুঁকি নিয়ে এই তালিকা প্রকাশ করছি। জুলাই আন্দোলনকে ব্যর্থ হতে দেব না।

এ সময় সরকারের কাছে কিছু দাবি জানায় জুলাই ঐক্য। দাবিগুলো হলো—

১. আগামী ৩১ মে-এর মধ্যে তালিকায় উল্লিখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সব দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে।

২. তিন সরকারি কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে৷

৩. দেশের তথ্য পাচারকারী ছাত্রজনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবারসহ সবার ব্যাংক হিসাব এবং অবৈধ সম্পদ জব্দ করতে হবে।

৪. স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. আগামী ৩৬শে জুলাইয়ের (৫ আগস্ট) মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৭. আইনের ১৩২ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেওয়া হয় না। আগামী ৩১ মে-২০২৫ তারিখের মধ্যে এই ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে।

৮. আগামী ৩১ মে-এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে। তারা এখন কোথায় আছে এবং কতজন কার সহযোগিতায় দেশ ছেড়েছে, তাদের তালিকাও প্রকাশ করতে হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ