• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

ডিআরইউতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ডিআরইউ’র ক্যান্টিনের তিন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল।

এদিকে শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— ডিআরইউ ক্যান্টিনের স্টাফ বাবুল, জহির ও রবিউল।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় জিয়ারুল নামে একজন প্রশাসনিক কর্মকর্তা এসেছেন। তিনি মামলা করেছেন। এখন পর্যন্ত দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মচারী আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত লাঠিসোঁটা দিয়ে ডিআরইউ স্টাফদের ওপর হামলা করে। এসময় বাধা দিতে গেলে সিনিয়র সাংবাদিকরাও হামলার শিকার হন।

কেনো হামলা করা হয়েছে জানতে চাইলে আবু সালেহ আকন বলেন, এখানে (ডিআরইউ কার্যালয়) শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে গেছে। তারা এটাকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। এসময় আমাদের একজন স্টাফ বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের এখানে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে আজ পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ স্টাফ বাবুলকে মারধর করে। পরে তারা শতাধিক মানুষ নিয়ে ডিআরইউ কার্যালয়ে এসে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মীরা জানান, সকাল ১১টার দিকে ডিআরইউতে আসার সময় করতোয়া কুরিয়ারের স্টাফরা বাবুলকে এক দফা মারধর করে। এর কিছুক্ষণ পর আরও শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা হাতে ডিআরইউ কার্যালয়ে এসে অন্য স্টাফদের ওপর হামলা চালায়। আশপাশের সাংবাদিকরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে দুর্বৃত্তরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ‘ডিআরইউ স্টাফদের ওপর হামলা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল এর নিন্দা ও প্রতিবাদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) – এর বাগানে সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) – এর আহ্বায়ক ইকরামুল কবীর টিপু ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক। তারা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সাথে ডিআরইউর সকল সদস্য ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ( আইজিপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে হুশিয়ারি উচ্চারণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ