• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

আজিমপুর কবরস্থানের দুর্ধর্ষ চাঁদাবাজ আরমান গ্রেপ্তার

admin
আপডেটঃ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর পুরান ঢাকার লালবাগের ঐতিহ্যবাহী আজিমপুর পুরাতন কবরস্থানের দুর্ধর্ষ চাঁদাবাজ আমিন বাহিনীর সক্রিয় সদস্য ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, আজিমপুর পুরাতন কবরস্থানে বাঁশ-চাটাই সরবরাহ ও কবর খননকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সুজন ভুইয়া এন্ড ব্রাদার্স’ ডিএসসিসি’র মাধ্যমে সরকারিভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য কাজ পায়। গত বছরের জুলাইয়ে দেশের পটপরিবর্তনের পর থেকেই আজিমপুর সুপার মার্কেট এলাকায় ভয়ঙ্কর রুপে ফিরে আসে দুর্ধর্ষ চাঁদাবাজ চক্রের গডফাদার আমিন ও তার ক্যাডার বাহিনী।

জানা যায়, শেখ হাসিনার পতনের পর একে একে মাঠে ফিরে আসা বিএনপিসহ অন্যান্য দলীয় পরিচয়ে প্রভাব খাঁটিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে আমিন-আরমান মিয়া নামের এ বাহিনীর সদস্যরা। গত ২৬ অক্টোবর বিএনপি নেতা আমিনের ঘনিষ্ট সহচর নিউ পল্টন লাইন এলাকার বাসিন্দা দুর্ধর্ষ চাঁদাবাজ আরমান মিয়াসহ তার সহযোগীরা আজিমপুর সুপার মার্কেটে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক সুমন চৌধুরীর অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালমন্দ করে ঠিকাদারি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে তার অফিস থেকে টেনে-হিঁচড়ে দুর্ধর্ষ চাঁদাবাজ আরমান মিয়ার টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে সঙ্গে থাকা ৫ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী এ ঘটনায় আরমানসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে গত ২৬ অক্টোবর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১৫। এরপর থেকেই মামলা তুলে নিতে এবং ব্যবসা গুঁটিয়ে এলাকা ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছিল চক্রটি। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আজিমপুর সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল কবরস্থান সংলগ্ন আজিমপুর সুপার মার্কেটে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দুর্ধর্ষ চাঁদাবাজ আমিন বাহিনীর সক্রিয় সদস্য ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরমান মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে লালবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ