• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭।

শুক্রবার স্থানীয় সময় দুপুর মিয়ানমারের কেন্দ্রীয় শহর মান্দালয়ের কাছে, মনিওয়া শহরের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে।

এই ভূমিকম্পের ফলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকে দুলতে থাকা ভবনগুলো থেকে আতঙ্কে শত শত মানুষ বাইরে বেরিয়ে আসে।

শুক্রবারের এই ভূমিকম্প ছিল বেশ অগভীর। মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায়। যা সাধারণত বেশি ধ্বংসাত্মক হয়ে থাকে।

ভূমিকম্পের ফলে ব্যাংককে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে গুরুতর ঘটনার মধ্যে রয়েছে উত্তর ব্যাংককে একটি ৩০-তলা নির্মাণাধীন ভবনের ধসে গেছে।

কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পের ফলে থাইল্যান্ডের ঘনবসতিপূর্ণ রাজধানী ব্যাংককে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। ১৭ মিলিয়নেরও বেশি জনসংখ্যার এই শহরে বহু মানুষ উচ্চ ভবনে বসবাস করে। ভূমিকম্পের ফলে অনেক ভবনের সুইমিং পুলের পানি নিচে পড়তে দেখা যায়।

উত্তর থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর চিয়াং মাইয়ের এক বাসিন্দা, দুয়াংজাই, এএফপিকে বলেন, আমি শব্দ শুনতে পাই এবং তখন আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ দুলতে শুরু করায় আমি যতটা পারি দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি, তখনো আমার গায়ে শুধু পায়জামা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ