★ নিউজ ডেস্কঃ পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়।
নিজ গন্তব্যের বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। রাজধানীর কল্যণপুর ও গাবতলির বাস কাউন্টারগুলোতে ভিড় রয়েছে অপেক্ষমান যাত্রীদের। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি বিপাকে পড়েছেন তারাই।
বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ার চেষ্টা করছেন তানা। এদিকে বাসস্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিতে টহল রয়েছে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও।