• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে: জি এম কাদের

admin
আপডেটঃ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বললেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, কিন্তু এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি এখানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকারি দল এবং বিএনপিকে আধা-সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন।

এনসিপি ও জামায়াতকে ইঙ্গিত করে জি এম কাদের বলেন, ‘একটি দলের দুজন সদস্য সরকারে রয়েছে, তারা প্রটোকল পাচ্ছে। জামায়াতসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছে, সব করতে পারছে।’

আর বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সরকারি দল বেশি দিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক, আধা-সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন। সেখান থেকেই ৫, ১০, ৫০ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে।’

জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টি কখনও আওয়ামী লীগের দোসর ছিল না। সবসময় হাসিনা সরকারের সমালোচনা করেছে, আর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা দল থেকে চলে গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ