• রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা, আহত ৬

admin
আপডেটঃ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে ধারণ করা এক ফুটেজে দেখা যায়– একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে পেটাচ্ছে কয়েকজনকে। পরে জানা যায়, হামলার শিকার ব্যক্তিরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী। এ ঘটনায় আহত হন ৬ জন।

আহতদের অভিযোগ, হামলার আগে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি-ধামকি দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলা তাদেরই কাজ বলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা।

পরে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ