• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

চলছে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পাসের পেছনের গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে ‘বহিরাগত প্রবেশ নিষেধ’ লেখা ব্যানার ঝোলানো হয়। ফটগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ৮টার দিকে দেখা গেছে, আবাসিক হলের কেন্দ্রগুলোতে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করেছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সাংবাদিক ও প্রার্থীদের উপস্থিতিতে ফাঁকা ব্যালট বাক্স দেখানো হয়।

জাকসু নির্বাচনে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ প্যানেল ও তিনটি আংশিক প্যানেল রয়েছে। পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো- ছাত্রদল-সমর্থিত প্যানেল, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম। আংশিক প্যানেল দিয়েছে- স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সংশপ্তক পর্ষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (পিপিএম) আনিসুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। তবে গেরুয়া ফটক দিয়ে বাইরের লোক ঢোকার চেষ্টা করতে পারে। এজন্য সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি রাখা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ