• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

ভোলায় পপুলার লাইফের ২ কোটি ১১ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর

admin
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভোলা অঞ্চলের গ্রাহকদের মধ্যে ২ কোটি ১১ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ভোলার চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে এ সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন) মাসুদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন (ব্রাঞ্চ কন্ট্রোল), আল আমিন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম।

এছাড়া বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্প ও জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক সোয়েব আহম্মেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ইয়াকুব আলী শামীম, আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক বাবুল হোসেন এবং পপুলার ডিপিএস প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে ২ কোটি ১১ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ