• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

রাজধানী মতিঝিলে ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

admin
আপডেটঃ : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিলে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা হলেন- ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

রেদওয়ানুল হক জানিয়েছেন, তারা ভবনের নিচে অবস্থান করছিলেন। তখন স্থানীয় এক ব্যক্তি আলম তাদের সরে যেতে বলেন। তারা রাজি না হওয়ায় আলমসহ ৮-১০ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। রেদওয়ানুল হক হাতে, মাথায় ও পিঠে আঘাত পান। তবে তারা এখনও হাসপাতালে ভর্তি হতে পারেননি।

খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, অভিযোগের পরপরই পুলিশ উপস্থিত ছিল এবং প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।

স্থানীয়রা বলছেন, আলম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। সাংবাদিকরা সরে না যাওয়ায় তার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ