নিউজ ডেস্কঃ Insurance Companies CAMLCO’s Association in Bangladesh (ICCAB) কতৃক BAMLCO সম্মেলন-২০২৫ শনিবার ১৯ জুলাই কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান কর্মকর্তা মোঃ আমির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও Insurance Companies CAMLCOÕs Association in Bangladesh – ICCAB প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস এফসিএ।
প্রধান অতিথি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান কর্মকর্তা মোঃ আমির উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন মানিলন্ডারিং দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম অন্তরায়। মানিলন্ডারিং প্রতিরোধে সব জায়গা থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন বীমা খাতে মানি লন্ডারিং প্রতিরোধে শাখা পর্যায়ের এন্ট্রি মানি লন্ডারিং কর্মকর্তাদের এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বীমা কোম্পানিগুলোর শাখা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থপাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করা।
অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ICCAB প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস এফসিএ বলেন সম্মেলনের মাধ্যমে কর্মকর্তারা শুধু নিয়ম-কানুনই নয়, বরং একটি সতর্ক ও দায়িত্বশীল মানসিকতা গড়ে তোলার অনুপ্রেরণা পাবেন, যা বীমা খাতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। এই সম্মেলন বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি মানি লন্ডারিং প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল করে তুলবে।
অনুষ্ঠানে সকল বীমা কোম্পানীর শাখা পর্যায়ের এন্ট্রি মানি লন্ডারিং কর্মকর্তাবৃন্দ, ডেপুটি ক্যামেকোবৃন্দ অংশ নেন। সম্মেলনে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত সেশনে আইন ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য ও প্রশ্নত্তোর পর্বে অংশনেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মোঃ মশিউর রহমান ও যুগ্ম পরিচালক মোঃ আনোয়ার পারভেজ। সম্মেলন পরিচালনা করেন ICCAB জেনারেল সেক্রেটারী মইনুল হাই আসিফ। ICCAB-EC Committee সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইক্যাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম।
![]()