• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

তিন বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর নিয়োগ অনুমোদন

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ নন-লাইফ বীমা খাতের তিন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এর মধ্যে দুইজনের নিয়োগ নবায়ন এবং একজনের নতুন নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি মঙ্গলবার (১৮ মার্চ) কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুসারে, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে তালুকদার মো. জাকারিয়া হোসেন। ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে।

অপরদিকে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক। তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ বছর।

আর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নতুন করে নিয়োগ পেয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম। ২০২৫ সালের ১৩ মার্চ থেকে ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ