নিউজ ডেস্কঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে বেড়াতে যাওয়া একটি হাইচ মাইক্রোবাসের পেছনের চাকা হঠাৎ ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।