• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ড. ইউনূসের, হতাশ টিউলিপ

admin
আপডেটঃ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনোভা আক্তার নোভা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
গত ৬ মাস আগে ওই এলাকার ট্রাক ড্রাইভার মো. সাহাব উদ্দিনের সঙ্গে বিয়ে হয় চাঁদনীর। চাঁদনীকে তার স্বামী এবং স্বামীর পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।

জানা যায়, ৩ বছর বয়সে নিহত গৃহবধূ তাসনোভার মা মারা যান। এরপর থেকে সে পাইন্দং ফরেস্টর দোকান এলাকায় তার নানার বাড়িতে বড় হয়। মৃত্যুর ৬ মাস আগে তাকে একই এলাকায় বিয়ে দেন তারা নানা এবং স্বজনেরা।

নিহত গৃহবধূর নানা মিয়া আনোয়ার রহমান বলেন, আমার মেয়ে মারা যাওয়ার পর একমাত্র নাতনি চাঁদনীকে অতি আদর যত্নে বড় করেছি। ৬ মাস পূর্বে তাকে সাহাব উদ্দিনের সঙ্গে বিয়ে দিই। আজকে ঘটনার পর নাতনির জামাই আমাকে ফোনে জানায় যে আমার নাতনী মারা গেছে। পরে এসে দেখি তাসনোভার লাশ তার রুমের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে আছে। এখন সবাই তাকে মেরে পালিয়ে গেছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই।

এ ব্যাপারে স্থানীয় মৌলভী মো. ওসমান গণি বলেন, আমি এসে দেখি লাশটি ঝুলে আছে, তবে পা ছিল বিছানার সঙ্গে লাগানো। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমন হত্যাকাণ্ডের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সত্য ঘটনা জানা যাবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ