নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
শনিবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মঈন খান বলেন, ঐক্য বজায় রেখে গণতন্ত্রে উত্তরণ ছাড়া এখন আর কোন সমাধান নেই। নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আসতে হবে। আগে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই দেশ সঠিক পথে ছিল না।
বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচনের কথা বললেই অপরাধ। যারা নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না, মানুষের কল্যাণ চায় না। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঈন খান।