নিউজ ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার (১৫ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকনটিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতে যান তারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ কয়েকটি দলের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।