আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয়ভাবে শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে প্রধান প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উদীচীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার বিকেলে বগুড়ায় উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ পরিবেশনের কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত-শিবির ও তাদের মদদপুষ্ট ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এতে অন্তত ৭ জন উদীচীকর্মী আহত হন।
এতে আরও বলা হয়, হামলাকারীরা শুধু অনুষ্ঠান পণ্ড করেই ক্ষান্ত হয়নি, সংস্কৃতিকর্মীদের ধাওয়া করে উদীচীর স্থানীয় কার্যালয়েও ভাঙচুর চালায়।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উদীচীর কেন্দ্রীয় কমিটি আরেক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা আসলে দেশের চেতনার ওপরই আঘাত। এ হামলার সঙ্গে জড়িত জামায়াত-শিবির ও ইনকিলাব মঞ্চের দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিবাদী সমাবেশ সফল করতে দেশের সকল সাংস্কৃতিক সংগঠন, গণতন্ত্রকামী মানুষ ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের উদীচীর পক্ষ থেকে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।