নির্দেশনা অনুসারে, আসন্ন ঈদ-উল-আজহায় দেশের বীমা খাতেও ১০ দিন ছুটি থাকবে। একইসঙ্গে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে বীমা খাতের সকল অফিস।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৭ মে যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি সরকারি বেসরকারি সকল অফিসের জন্য প্রযোজ্য।
তাই বীমা খাতের জন্য আলাদাভাবে কোন নির্দেশনা জারি করা হয়নি। ওই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে বীমা খাতের সকল অফিসে ছুটি এবং খোলা রাখার বিষয়টি কার্যকর হবে বলেও জানান সাইফুন্নাহার সুমি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, আগামী ৫ জুন থেকে শুরু হবে এবারের ঈদ-উল-আজহার ছুটি। সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে সর্বমোট ১০ দিন বন্ধ থাকবে এবং ১৫ জুন খুলবে সকল সরকারি অফিস।