সোমবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংককের উদ্দেশে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে যাত্রা করেন মির্জা ফখরুল ইসলাম।
শায়রুল কবির খান বলেন, ‘সোমবার স্যার চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি।
চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়।’
মির্জা ফখরুল ইসলামের একান্ত সহকারি ইউনুস আলী জানিয়েছেন, বিএনপি মহাসচিবের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ও তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।